সম্ভবনাময় একটা দিন থেকে ডুবুরি যা কিছু দেখে
দিনগুলো থেকে কাপের ঘ্রাণের সাথে সময়ের
তফাৎ করতে না পারা আপনি
ন্যাশান্যাল জিওগ্রাফিক বন্ধ করে দেন ঠিক 7:43 AM এ
এবং লিভিং রুম লিভ করা থেকে জীবিত থাকেন
কেননা এখন আপনাকে
- সম্মুখীন হতে হবে কলকাতার বাস ও মোবাইল অ্যাপের ট্যাক্সি সংলগ্ন পরিষেবার ভয়াবহতার
- ঝুলিয়ে রাখতে হবে কর্পোরেট টাইগাছ অফিস নামক এক দোটানা বারান্দায়
- যথাসম্ভব মানানোর মধ্য দিয়ে বন্ধুর স্ত্রী’কে এড়িয়ে যেতে হবে রেডরোডে
- প্রকল্প থেকে তুলে নিজেকে স্থাপন করবেন হসপিটালের আইসিসিইউতে
অতএব ভাবার সময় পাবেন না আপনি
অন্ধকার কি নিগূঢ় হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে রেখেছে
ম্যাল রোডের একাংশ
কিভাবে দার্জিলিং থেকে লেপচারা তাদের প্রেমিকার নাক থেকে
তুলে আনছে এক কুঁচি কাঞ্চনজঙ্ঘা আর
মদের বোতল ঢালু জমি পেয়ে কতটা কমিয়ে নিয়েছে ঘর্ষণ
কেভেন্টার্সের তলায়
সেমতাবস্থায় কোনো জেব্রার কথা মনে পড়ে না
কোনো সাদা কালো বিপরীতার্থক দৃশ্যাবলী
বেয়ে উঠে আসছে টাইগার হিলের সূর্যোদয় 3:40 AM এ,
একজোড়া নতুন কাপল
এইমাত্র স্বর্গের হানিমুন বিছানা ছেড়ে
ল্যাণ্ড করাচ্ছে নিজেদের নিজেদেরই ওপরে
তাদের স্যারিডনের প্রয়োজনীয়তায়
হোটেলমালিকের ছুটোছুটি থেকে আপনি ফিরে যাচ্ছেন
X প্রাইম = পূর্বজন্মের ইকুয়েশনে (কারণ আধুনিক গানে আপনি জেনে গিয়েছেন X = প্রেম)
মিস হয়ে যাওয়া দুর্দান্ত ফোনকল আর চিরাচরিত মেকওভার
থেকে একজন যুবক ও যুবতী সরে আসছে
ম্যাণ্ডিভিলা গার্ডেনের ফ্ল্যাট ও রাজস্থান ট্যুর থেকে,
তারা সন্দীপনের ‘ক্রীতদাস ও ক্রীতদাসী’ না পড়েও
যথেষ্ট প্রতিষ্ঠিত করেছে বিশ্বায়ন তাদের জুতোর বাক্সে ও
বার কাউন্টারে
মদ সংক্রান্ত বিভিন্ন খবরাখবর এই সময়েই পরিবেশন করা যাক
- সিঙ্গল মল্ট থেকে লোম ঝরে যাবার ব্যাকুলতাহেতু অনেক বুদ্দিজীবি ৭০ সালে ত্যাগ করেছিলেন তা (জনশ্রুতি)
- সোভিয়েত রাশিয়ার পতনের পর এ দেশে ভদকার ব্যবহার ক্রমশই কমে যেতে থাকে
- মূলত টাকিলা মহিলাপ্রিয় হবার কারণে ইচ্ছা থাকলেও শিভ্যালরিবশত অনেক পুরুষ এড়িয়ে চলেন
- হুইস্কি নিয়ে রিক্স ফ্যাক্টরের চূড়ান্ত নির্ধারণ করার জন্যকোনো মাপকাঠি নেই এখনও অবধি
- দক্ষিণ ভারতের রামেশ্বরমের সাথে রামের প্রাগৈতিহাসিক তথ্য মিসিং
- জিন ঘটিত কোনো রোগের প্রকোপ নিয়ে গবেষণা চলছে
- উত্তর মেরু অভিযান নিয়ে অনেক নিউজপ্রিন্ট খরচ হলেও বিয়ার নিয়ে তার খরচের পরিমাণ এক তৃতীয়াংশ মাত্র
সেই দার্জিলিং থেকে ছোটো উচ্চতার শেরপারা
আপনাদের বউ প্রেমিকা বোনের নিতম্ব স্পর্শ করে তাদের
পর্বতাভিযানের স্বাদ দিচ্ছেন যখন দেখা যাচ্ছে, কলকাতায় গামবুটের
বিক্রির হার জানায় বর্ষা অসময়ের বাইরে দাঁড়িয়ে
লেজ নাড়ছে প্রিয় ক্কুকুরীর মত, ঘড়ির দিকে তাকালে জানা যাচ্ছে
সময়ের হিসেবে একটা বিকেলে 4:30 PM
রাজনৈতিক বন্দীমুক্তির ব্যাপারে আপনার কোনো প্যারালাইসিস
ধারণা যতটা অনচ্ছ ততটাই আপনি ছোট্ট সন্তানকে
শেখান প্রাইম মিনিষ্টারের নাম
পাহাড় থেকে নেমে আসছে গানের মত হড়কা বান
সেই সুর ক্লিভেজ থেকে নাভি পর্যন্ত গড়িয়ে নিয়ে যাওয়ার কারণে
একটা অবিশ্রান্ত আদর ছুঁতে যাচ্ছে আপনার কোষের মাইটোকণ্ড্রিয়া
জীবন থেকে আলাদা করা বিজ্ঞান সম্বন্ধে আপনার সম্যক জ্ঞানের
তারিফ না করে পারা যাচ্ছে না কারণ ক্লাস VIII এর স্মৃতি
ধরে রেখেছে আপনাকে চাহিদামতো এবং দার্জিলিং ভাবনা থেকে
আপনি বহুদূর গাড়ি চালিয়ে এখন হয় গ্যাংটকের রাস্তায় না হলে
শিলিগুড়ির হংকং মার্কেটে কম্ফর্টারের খোঁজ করছেন সস্তায়
বোধ থেকে জারিয়ে নেওয়া রান্নার মশলায় আঙুল
কম পড়ে যাচ্ছে যখন, তখন আপনি ফিরে আসছেন সেই
ন্যাশান্যাল জিওগ্রাফিকের কাছেই, পরিবর্তন এক টাই
ছেড়ে স্লিপড্রেস পরে নিচ্ছে আর ঘড়িতে জাস্ট 10:47 PM
কোনো শিশ্নমালিক গ্লাস ছেড়ে কাপে আঙুল ঘষার সময় একজন
অযোনিসম্ভবা তার কাপ টাঙিয়ে দিচ্ছে অবিশ্রান্ত অন্ধকারে
[চব্বিশটা ঘণ্টা অযাচিতভাবে শেষ হবার কারণে আর কিছুই এগিয়ে যাচ্ছে না কাঁটা ও অ্যাকোরিয়ামের মাছ ছাড়া, এখানে ভেটকির ফিলেটের দাম নিয়ে পরবর্তী কোনোদিন বাজারের মাছবিক্রেতাদের নিজেদের মধ্যে হিমঘরে রুদ্ধদ্বার বৈঠক চলছে, টিভিতে মাছের ফলনশীল অনুষ্ঠানে বিঘ্ন ঘটার পর আপনি নিউজ চ্যানেল থেকে মাথায় বসিয়ে নিচ্ছেন পরবর্তী খুনের রুদ্ধশ্বাস নাট্যরূপ]