29 Aug, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

সুমন মল্লিক

হারানো প্রিয়তমা অনামিকাসু – ২

মেমরি লেনে উচ্ছৃঙ্খল রভসক্রান্তি৷  অ্যাড্রিনালীনের অতিক্ষরণে
অন্তরে অলৌকিক থেরাপি৷  রাতজাগা চোখে, তনমনে
আদিম প্রেমের মায়াঘোর      শাশ্বত অনামিকাসু্... ‌
সভ্যতার উর্বর মারণভূমিতে লিসানডার-এর মত
চওড়া কপাল নেই৷  উপলব্ধির উগ্র ঘ্রাণ এলেই ঘড়িতে
দাবানল     ফ্যারেনহাইট ভাঙা জংলি উত্তাপ৷  অপলাপ ক্লোরোফর্মে
খুলে যায় স্মৃতির প্রস্রবণ৷  চাঁদেলা রাতের কবরে
সাজিয়ে রাখি ল্যাভেন্ডার-পিপাসা৷  অপহত স্বপ্নেরা
বিষাক্ত শূন্যের ক্যাসিনোয় সুর তোলে      প্রবর অপেরা৷

ব্যথার ক্লিভেজে লুকিয়ে রাখি হারিয়ে ফেলা সম্পর্কের
মধুর মহুয়া৷  নিভন্ত অলিন্দে প্রজাপতি দিনগুলির
হাংরি রিংটোন৷  ঘরের প্রতিটা কোন এক একটা
পাগলা ঘোড়া৷  মাথায় হারিয়ে ফেলা চৈত্যের চন্দ্রবোড়া৷

নোনা দোজখে নস্টালজিক স্মৃতির শেকল-পেখম৷  হাভাতিয়া মন
পুড়তে পড়তে হয়েছে মশান৷  শ্লথ যাপনছায়ায় এখন
ধূসর শীতঘুম আর গোটানো শিরদাঁড়া বেয়ে উঠে আসছে
                                  হারানো প্রিয়তমার বিয়োগ-হেমলক৷



হাইজ্যাক ও নেপথ্যের বিদাহী নিগড়

আদমের অ্যাপল পেতেই আততায়ীর (উইচি মাশুকা)
যাদু-হাজতে ছিন্নভিন্ন হল জংধরা হৃদপিন্ড৷  বেআব্রু
সিলিকার বিকৃতি তৈরী করে আত্মধ্বংসের প্রেক্ষাপট
জীবন আর মৃত্যু 50:50 অনুপাতে জবরদস্ত খেল দেখায়৷
নিদ্রার পোতাশ্রয়েও হ্যালুসিনেশনের ফাংগাস৷  মনোক্সাইডিক্
কুয়াশার করিডরে বিবেকের কার্ফিউ ইনস্টলমেন্টে
নামিয়ে আনে তসবিরী টর্পেডো৷

চিড় ধরে জিউসের রক্ষাকবচে৷  স্পাইনালবৃক্ষে সুইসাইডাল
পাইথন হানা দেয়     প্রচেষ্টার মাঝপথে তবুও অলৌকিকভাবে
তার কাটে৷  গিলোটিনের ভেতর সৃষ্টি হয় আরও আরও গিলোটিন৷
সুরম্য শুটআউট এক লহমায় পালটে হয়ে যায় ধর্ষণস্নাত
রক্তমজ্জার কোমাটিক্ খামার৷  হাইজ্যাকারু উইচ্
আত্মধ্বংসের ক্যানিয়ন ভরে তোলে মায়ামেশিনের মৃগয়ায়
তড়পানির বহুমাত্রিক ভৈরব৷

বিলয়ের ইর্দগির্দ উইচি বিলসন৷  বিলাপের পিরামিডে
ফণা তোলে থার্ডডিগ্রি সায়নাইডাল স্ফার৷  বোমারু শূন্যতায়
হাইভোল্টেজ মর্দন আর শজারু-ঘড়িতে ছিনালিপনার
র‍্যান্ডম মোশন৷