29 Aug, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

kobita

ওর দিদি থাকলে বিয়েটা তাকেই করতাম 
নেই, অগত্যা অচল পয়সাগুলি একদিন ইয়ুঁ ইয়ুঁ পেঁচিয়ে খ্যানখেনে ঘুঙরু বাঁধি আর
অক্সিটোসিন চুমকি বাটিক শিবোরি ও টাইডাইয়ে 
জুম্মা জুম্মা চার দিনে দাঁড়িয়ে যায় আমাদের খড়গাদার চন্দ্রিমা
হাস্কি রুৎবা শুঁকে দেখি ধক অ্যামোনিয়া 
দুহাত উপচে কচলা তাল তাল দুই থন ভাঙলো লেচিতে 
তারপর
উদ্ভিদসম্ভবা হলে নই নভেলি গাছের বরাদ্দের রোদ্দুর দ্বিগুন করি খোরাক 
আর দাদরা-খাদরা মহীরুহটিকে বলি রাঁড়ি তুই মর -
অনাদায়ে সশ্রম ঘুরছে হাওয়া তিয়াসা মৃগজ্যোৎস্নার