29 Aug, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

জয়শীলা গুহবাগচী

সঘন

বৃষ্টি জড়িয়ে যাচ্ছে বালিসে
এত দূর নীল শিমূল
মোরঙ্গী পীচ্ছের এত ছটা
আয়ে না আয়ে না বলে
ভরা শ্বাস ভরা আশ
কুলু কুল
এ পাশ সরসীয়া ও পাশ মরমিয়া
গুঞ্জা ফুটছে মালা ফুটছে
টুপটাপ ফুটছে আনত
একটা জীবন থেকে ফুটছে সঘন দেয়া
বরষণ হয়ে ঝরছে দূরগত অপেক্ষায়
প্রেক্ষিত ভিজিয়ে চলেছে হেম
নিকশিত বিকশিত



আজানু

একদিন বাড়তি পেলে
দেশ শব্দটার অনুষঙ্গ উলটে উলটে
দেখে নেব লজিক্যাল ক্লেফট
ধারণার কতশত মীড়
কাশ থেকে কাস্তের রাস্ট
ভালবেসে দেশ করে নেব
শুধুমাত্র জ্যামিতি
লগ্নকে ডাকব
হাত ধরাধরি যতসব পোশাকি আকার
ত্রিমাত্রিক হবে
মন্ত্র লাগবে গায়ে
শতবর্ষ ধারণাদের ইতিকথায়
নাচ লাগবে
সুতোয় সুতোয় ফের মহাশ্লোক
যারা নাচে না
যারা কোন ধারণা নয় বলে জানে
বেঁচে আছে বলে মনে হয়
তারা দেশ নয়
তারা খোলা আকাশ
ছররার আদর
তলানী থেকে ভরে ওঠা শ্লেষ
ভরতুকির জাদুগরী



বাস্তু

আমিও বাড়ি হতে পারি
স্বজন ভোলান ইঁটকাঠ
চর্মকান্তি রূপ
নীল টুপটুপ
একশরকম অবস্থানে
কয়েকশ বাড়ি
সাজতেই পারি
যতনে
এই রতনে
নাড়ি চারি
অগ্রজীভ
মধ্যজীভ
অন্ত বেজে ওঠে
টুং টাং
বাস্তু কাঁদে
অনসূয়া বাঁধে
তবু পালটে পালটে নাগিন
একশ চোখে সন্মোহন
ম্যায় তেরা জানু
তু মেরা দিলবর
বিষে নির্বিষে
কোটি  কটিতে ছড়িয়ে যায়
হলুদ ওড়না
ফুঁ হয়ে ওড়ে
চৌকো গোল ত্রিভুজ ষড়ভুজ
আর বাস্তু বাস্তু সাপ