29 Aug, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

সুবীর সরকার

ডায়ালের জাদুঃ এক অসমাপ্ত আত্মজীবনী

ডায়ালের জাদু। একটি ৬৪ পাতার তেজী কবিতাগ্রন্থ। রয়েছে ৫৭ টি কবিতা। ফেব্রুয়ারি ২০১৬ তে প্রকাশিত এই বইটি কবি মাসুদার রহমানের ষষ্ঠ কবিতার বই। বরিশালের ‘আরক’ প্রকাশিত বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন তরুণ কবি রিঙ্কু অনিমিখ।

মাসুদার রহমান। অসামান্য শক্তিশালী একজন ভাষাকর্মী। শব্দচাষী। মেধার লাঙ্গল ছুঁয়ে কুয়াশাকুহকমাখা এক আবহমানতাকেই নির্মাণ বিনির্মাণ করে চলেছেন কবি মাসুদার রহমান-
  ‘ধানখেতের ওইপারে আর কোন বাড়ি নেই
  কেবল আমার বাড়ি। আমাদের বাড়ি’

মাসুদার রহমান বসবাস করেন বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামের চিরকালীন নিভৃতিতে। খিয়ার অঞ্চলের প্রকৃতির ঐশ্বর্য ইতিহাস মিথ পুরাণ অন্তহীন সব জনমানুষের উত্তাপের এক যৌথতার পরিধীতে। আর সবকিছুর ভিতর অতলান্ত দেশকাল কবিকে বেঁচে থাকতে শেখায়, তাড়িত করে-
  ‘প্রতিজন প্রেমিকামাত্র রাষ্ট্রপতির মেয়ে। যে মেয়েরা পড়ে এক চাষিপুত্রের প্রেমে’

মাসুদার আয়ত্ব করেছেন নিজস্ব কাব্যভাষা। একেবারে নিজের এক নিজস্ব দেখবার চোখ। বাংলা কবিতার আবহমানতাকে মান্যতা দিয়েই সে অগ্রাহ্য করেছে আবহমানতাকে! জীবন ও জীবনযাপনের ভিতর সে প্রবল তাড়সে ফিরিয়ে আনতে থাকে যাপনের টুকরোটাকরা-
  ‘গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে পায়ের ধুলো মাথায় উঠছে
  কত কত রাখাল ভাইয়ের সাথে দেখা
  কত গ্রাম আর গৃহস্থ বাড়ির সুলুকসন্ধান’ 

মানুষের আত্মিক অবক্ষয়, দেশকাল, যাবতীয় হত্যাদৃশ্য মাসুদারকে অস্থির ও অসুস্থ করে তোলে। মানবিকতার মরণ দেখলে সে পাগলের মতো আশ্রয় খোঁজে-
  ‘গোপন খুনের পর প্রকাশ্য লাশ পড়ে আছে’

তার বেঁচে থাকাটাকে সে প্রশ্নে প্রশ্নে বিক্ষত করে তুললেও সে তার বেঁচে থাকা দিয়েই নিজের জীবনযাপনের রকমপদ্ধতিতেই স্থির হতে থাকে, সেখানে পুরো দূর্গের ছায়া পড়ে আর সার্কাসতাঁবুর পাশে চলে আসে অনায়াসে বনবাংলোও-
  ‘হাঁসের পিছনে হেঁটে কখনও কেটেছে কোন কবির জীবন?’

মাসুদারের এই বইটি পড়তে পড়তে মনে হচ্ছে মাসুদার বলছেন-‘কবিতাজীবন বলে কিছু হয় কি?’ এই দর্শন আমাকে আলোড়িত করে। তবে জীবনযাপন হয়। মাসুদার ঘুরে বেড়ান, ঘুরে বেড়াতে থাকেন নদী মাঠ সাঁকো সেতু নাচ গান বিবাহবাজনা বিচিত্রতর সব জনমানুষের গল্পে গল্পে আমোদিত হতে থাকা এক বিশাল ও বিস্তৃত কবিতাভুবনের মায়ায় ছায়ায়, যেখানে-
  ‘গান গাইছে আমনের বীজতলা’

বাংলা ভাষার অসামান্য এক কবি মাসুদার রহমান। তিনি কবিতা লিখতেই এসেছেন। কবিতাপৃথিবীর ভুবনজোতে সাজিয়ে রাখছেন ছবির পর ছবি-
  ‘মেঘ করে আসা আকাশের নিচে এক অস্থির পৃথিবী। বজ্র চিৎকার...’

ডায়ালের জাদু আসলে ফুরোতে না চাওয়া এক অসমাপ্ত আত্মজীবনী।
















ডায়ালের জাদু 
মাসুদার রহমান, আরক, বরিশাল, মূল্য : ১২০ টাকা