১/-
সিঁড়ি দিয়ে নেমে আসার সময় কিছু বেগ, আ বলছে শুনতে পাই| খেয়ালী কসরৎ অফিসবাড়ি মুছে ফেলল স্লেটে| আজ পোশাকের দিন নয়, বরং হাওয়ার কাছে কিছু দক্ষিণ রেখে আসি| পেয়ারা-ফুল মাপতে গিয়েছিল তোমার ঠোঁটে বন্যা সতর্কতা.. তামাম স্ট্যাম্প ছিঁড়ে নাও এই বসন্ত প্রহরে, হেঁটে যেতে চিঠির আর ঠিকানা লাগেনা....
২/-
রোদ পর্যায়ী রোদ্দুর ব্যবধানে ঝরা বিকেলের হাত-বাক্স | শালিকের একা থেকে সংস্কার তুলে নিলে পাশাপাশি চলাচল শ্রীমতি পথ-খোঁজে | অসহ্য নরম চৌকাঠে সিঞ্চন পেরোয় বাঁশীর পরকীয়া | দীর্ঘ প্রলাপের খোলসে বারান্দা লিখতে থাকো... পুরুষগন্ধ যতটা গাছে, লীন হয় আন্দাজমত বিকেল পাখি-সমবায়ে...
৩/-
সাদা পাতার ওপর মরসুম নিভে এলে টের পাই, আজ নষ্টদিন| আমাদের সব আলো এভাবেই ঘুম হয়ে যাবে| দিঘার বাড়িতে সেদিন দুপুর কিনে এনেছিলে অনেকটা| তোমার পোশাকের মত শরীর শিখিনি বলে হিংসে হয়| ঠোঁট, আঙুলে রোগ বিছিয়ে দিই, এতটা নিখুঁত নও তুমি আর| আজ ওষুধ খাব একসঙ্গে, বাইরে তখন রাতচরা পাখিদের স্কুল, চাঁদ মাখতে এসে উন্মত্ত ঢেউ-দল ভিজে উঠবে আরও...
সিঁড়ি দিয়ে নেমে আসার সময় কিছু বেগ, আ বলছে শুনতে পাই| খেয়ালী কসরৎ অফিসবাড়ি মুছে ফেলল স্লেটে| আজ পোশাকের দিন নয়, বরং হাওয়ার কাছে কিছু দক্ষিণ রেখে আসি| পেয়ারা-ফুল মাপতে গিয়েছিল তোমার ঠোঁটে বন্যা সতর্কতা.. তামাম স্ট্যাম্প ছিঁড়ে নাও এই বসন্ত প্রহরে, হেঁটে যেতে চিঠির আর ঠিকানা লাগেনা....
২/-
রোদ পর্যায়ী রোদ্দুর ব্যবধানে ঝরা বিকেলের হাত-বাক্স | শালিকের একা থেকে সংস্কার তুলে নিলে পাশাপাশি চলাচল শ্রীমতি পথ-খোঁজে | অসহ্য নরম চৌকাঠে সিঞ্চন পেরোয় বাঁশীর পরকীয়া | দীর্ঘ প্রলাপের খোলসে বারান্দা লিখতে থাকো... পুরুষগন্ধ যতটা গাছে, লীন হয় আন্দাজমত বিকেল পাখি-সমবায়ে...
৩/-
সাদা পাতার ওপর মরসুম নিভে এলে টের পাই, আজ নষ্টদিন| আমাদের সব আলো এভাবেই ঘুম হয়ে যাবে| দিঘার বাড়িতে সেদিন দুপুর কিনে এনেছিলে অনেকটা| তোমার পোশাকের মত শরীর শিখিনি বলে হিংসে হয়| ঠোঁট, আঙুলে রোগ বিছিয়ে দিই, এতটা নিখুঁত নও তুমি আর| আজ ওষুধ খাব একসঙ্গে, বাইরে তখন রাতচরা পাখিদের স্কুল, চাঁদ মাখতে এসে উন্মত্ত ঢেউ-দল ভিজে উঠবে আরও...