29 Aug, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

পীযূষকান্তি বিশ্বাস

অ্যাম্পিয়ার

ফিলামেন্টে হাত দিয়ে বুঝি অনেকদিন সহবাস হয়নি
এই দেহে রক্তের প্রবাহ
প্রতিবাদের ভাষার মত ঋণাত্মক

ইস্ত্রী থেকে জামা তুলে নিলে
ঝটকায় ঝুলে থাকে পেন্ডুলাম
এর থেকে চিরুনি চেয়ে নেওয়া অনেক বিকল্প দেয়
কেয়োকার্পিনহীনতায়
লিপিস্টিকে কাগজের টুকরো লেগে থাকে

আগুন জ্বালা থাকে না কোথাও
অপেক্ষা করতে থাকা গ্রিলে
তন্দুরি থেকে মাইক্রো↭ওয়েভ আলাদা হয়ে যায়

তাই
একবার টাচ দিয়ে দেখো,
কোমল-কাকড়ির লাবড়া
রান্নার প্রতিটা রেসিপিতে অ্যাম্পিয়ার রয়ে গেছে
এর পর ওই নোংরা মেয়েটা কি ইশারা করে
দেহের মধ্যে বিদ্যুৎ ?

ফ্রিজে রাখা ব্যঞ্জনের জন্য বাড়ি ফিরতে হয়



রোটি-ব্লাউজ-মকান


সুরক্ষা বলয় থেকে তার কেটে নিলে
অস্তিত্বের গণিত সংকটে পড়ে

বানভাসী আমার পরাণ
আতংকে ফ্যাকাশে তোমার দুধ


অথচ দেখছো দিনে দিনে শীত ও গরম নিয়ে
কিভাবে ম্যাচিওর হচ্ছে ব্লাউজের কাট
কি ভাবে উস্কে আনছে স্বাধীনতার সংগ্রাম
যদিও
ব্রা ছেড়ে কিছুতেই বেরোতে পারছে না ক্লিভেজ


আজাদী আমার রক্তে এক খুন
রুটির কথা ভুলে যায় কাপড়া

ইটে ইটে উঠে যায় বহুতল ফ্লাট

রাস্তা কামড়ে পড়ে থাকে জেব্রা ক্রসিং
নিস্তাপ ব্ল্যাক আন্ড হোয়াইট
ওদের কালো,
খালি গা,
একটু দুধ হলেই

একটা প্যাটার্ণ হয়ে ফুটে উঠবে ।